জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হুসাইনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে এ জানাজা নামাজের আয়োজন করা হয়।আরো পড়ুন:জবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভগাজীপুরে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আটক ৪ জবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ জানাজায় জুবায়েদের বাবা মো. মোবারক হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা অংশ নেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন, “গতকাল নৃশংসভাবে জুবায়েদকে হত্যা করা হয়েছে। গত ১ মাসে ঢাকায় ছাত্রদলের চার নেতাকে হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকাণ্ডকে কোনোভাবেই মেনে নিতে পারি না। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে,...