২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান বা ‘জুলাই অভ্যুত্থান’-এর সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দেশে এখন পর্যন্ত ৮৩৭টি মামলা রেকর্ড করা হয়েছে। আইন মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো ছাড়া বাকি সব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। এছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের মামলাগুলোর তদন্ত ও প্রসিকিউশন কার্যক্রম গতিশীল রাখতে একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। সোমবার দুপুরে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে সরকার নির্দেশে ছাত্র–জনতার ওপর হত্যাযজ্ঞ চালানো ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ৮৩৭টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া ১৯টি হত্যা মামলার অভিযোগপত্র ইতিমধ্যে দাখিল করেছে পুলিশ। আইন মন্ত্রণালয় জানিয়েছে, এই...