ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ, যা সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে বেশি দেখা যায়। এ সময় এডিস মশার কামড়ে ডেঙ্গু ভাইরাস ছড়ায়, যা উচ্চ জ্বর ও অন্যান্য উপসর্গের মাধ্যমে প্রকাশ পায়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক আফসানা হক নয়নের পরামর্শ অনুযায়ী, ডেঙ্গু হলে কী করতে হবে এবং কী এড়িয়ে চলতে হবে, তা জানানো হল। ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ হল উচ্চ তাপমাত্রার জ্বর, যা ৯৯ থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। জ্বর টানা থাকতে পারে বা ঘামের সঙ্গে কমে আবার ফিরে আসতে পারে। অতিরিক্ত পেটব্যথা, ক্রমাগত বমি হওয়া, শরীরে পানি জমা, নাক বা মাড়ি থেকে রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা ও অস্থিরতা, লিভার বা যকৃত ফুলে যাওয়া (২ সেমি-এর বেশি), এবং হিমাটোক্রিটের মাত্রা বৃদ্ধি বা প্লেটলেট (অণুচক্রিকা) দ্রুত কমে যাওয়া।...