স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ভবিষ্যতে শুধু প্রমাণভিত্তিক চিকিৎসা নয়, বিভিন্ন বিষয়ে নতুন দিকনির্দেশনা দেবে। এখানে তৈরি হওয়া জ্ঞান শুধু তথ্য নয়, এটি হবে প্রজ্ঞা। কারণ ‘কালেক্টিভ নলেজ’ মানেই ‘উইসডম’ নয়, প্রজ্ঞায় পৌঁছাতে হলে জ্ঞানকে অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে হয়। আজ সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘ওয়ার্ল্ড ইভিডেন্স-বেইসড হেলথকেয়ার ডে ২০২৫’ উদযাপন উপলক্ষে আয়োজিত র্যালি ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডা. সায়েদুর রহমান এসব কথা বলেন। অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, চিকিৎসা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনতে হলে প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার চর্চা বাড়াতে হবে। একটি বইয়ে নতুন কোনো তথ্য যুক্ত হতে সময় লাগে পাঁচ থেকে পনেরো বছর। তাই শুধুমাত্র বইয়ের জ্ঞান দিয়ে চিকিৎসা করলে তা অনেক সময় পুরোনো...