বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর মহানগর দায়রা জজ আদালত সালমানের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এবং তা হত্যা মামলা হিসেবে চলবে বলে জানানো হয়। জানা যায়, সালমান শাহর মৃত্যুর পর তাঁর বুকের বাঁ পাশে কালো দাগ ছিল। এমনকি মল ও বীর্যও বের হয়েছিল। তাঁর ঘরে সিরিঞ্জ, স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়। তখন আত্মহত্যার প্ররোচনার মামলা হয়নি। পোস্টমর্টেমে উল্লেখ ছিল আত্মহত্যা। সিবিআইয়ের তদন্তে গড়মিল ছিল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যু হয় ক্ষণজন্মা এ নায়কের। তখন তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার প্রাক্তন স্ত্রী সামিরা হক। কিন্তু সালমান শাহর পরিবার দাবি করেন, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়,...