তিনি বলেন, ভূমি প্রশাসনে যারা এই সেবার দায়িত্ব পালন করেন, তারা যদি ন্যায়নিষ্ঠভাবে কাজ করেন, তবে ভূমি অফিসে অনিয়ম, ঘুষ, দালালচক্র ও হয়রানি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। দুর্নীতিমুক্ত ভূমিসেবা গড়ে তুলতে প্রশাসনকে হতে হবে সেবক, প্রহরী ও সংস্কারক। ভূমিসেবার প্রতিটি ধাপে অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা চালুর মাধ্যমে প্রশাসন একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। এতে নাগরিক সেবায় গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। সর্বোপরি, অটোমেটেড ভূমিসেবা প্রশাসনের সেবামুখী ও প্রযুক্তিনির্ভর শাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশের ভূমি প্রশাসন বিশ্বের অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রাণ। জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করাই গণতন্ত্রের মূল ভিত্তি। তবে এই প্রক্রিয়া তখনই কার্যকর হয়, যখন নির্বাচন হয় অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে। আর...