নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানা আয়োজনে বিশ্ব পরিসংখ্যান দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।আরো পড়ুন:নোবিপ্রবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধননোবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীদের নিয়ে কটূক্তি করার অভিযোগ, শাস্তি দাবি নোবিপ্রবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন নোবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে ছাত্রীদের নিয়ে কটূক্তি করার অভিযোগ, শাস্তি দাবি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। র্যালি শেষে তিনি বলেন, “জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের ভূমিকা অপরিসীম। ‘কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা ফর এভরিওয়ান’ প্রতিপাদ্যে সারা বিশ্বে আজ এ দিবসটি পালিত হচ্ছে। বর্তমান যুগে সাইবার সিকিউরিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারে নির্ভুল ডেটা বিশ্লেষণের বিকল্প নেই।” তিনি আরো বলেন, “আমাদের শিক্ষকরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে শিক্ষার্থীদের পাশে...