ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। আর এই সফর ঘিরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়—দেশ ছেড়ে পালিয়েছেন তিনি! অবশেষে সেই গুজবের জবাব দিলেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাপ্পী স্পষ্ট করে বলেন, “আমি নিজেও অনেক জায়গায় দেখেছি—খবর এসেছে যে, বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়।”আরো পড়ুন:ধর্মের জন্য অভিনয়কে বিদায়: বিয়ে করে সমালোচনার মুখে জাইরামা হলেন পরিণীতি চোপড়া ধর্মের জন্য অভিনয়কে বিদায়: বিয়ে করে সমালোচনার মুখে জাইরা খানিকটা ব্যাখ্যা করে বাপ্পী চৌধুরী বলেন, “বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। বরং আমি ভীষণ হোমসিক মানুষ, পরিবার ছাড়া থাকতে পারি না। সবাইকে জানাতে চাই—আমি পালিয়ে যাইনি।” ‘কাজ না থাকায় দেশ ছেড়েছেন’—এই মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বাপ্পী চৌধুরী। তার ভাষায়, “অনেকে বলছেন, বাপ্পীর...