প্রথমবার বিদেশে ঘুরতে গিয়েছেন। সোলো ট্রাভেল করতে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে পাসপোর্টটাই হারিয়ে ফেলেছেন। এ বার দেশে ফিরবেন কী করে? তা ছাড়া ফিরতে তো এখনও বেশ দেরি আছে। বিদেশ বিভুঁইয়ে গিয়ে যদি এমন অযাচিত সমস্যার মধ্যে পড়েন, করবেন কী? ১) পাসপোর্টের মতো জিনিস খুঁজে না পেলে মাথার ঠিক থাকে না অনেকেরই। তবে এই সময়ে শান্ত থাকা জরুরি। হোটেলে যে রুমে রয়েছেন সেখানে চারিদিকে ভালো করে খুঁজে দেখুন। জামাকাপড়ের ভাঁজেও অনেক সময়ে সেটি ঢুকে থেকে যেতে পারে। ২) যদি কোথাও পাসপোর্ট খুঁজে না পাওয়া যায়, সে ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সেটি হলো পুলিশে অভিযোগ জানানো। যে অঞ্চলে রয়েছেন, তার সবচেয়ে কাছে যে থানা রয়েছে, সেখানে গিয়ে পাসপোর্ট হারিয়ে যাওয়ার কথা জানাতে হবে। যদি ফোনে পাসপোর্টের ছবি তোলা থাকে, তা...