জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ ইসলামী আন্দোলনে সক্রিয় হয়েছেন। তিনি দলটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। অন্তত তিন মাস আগে অনেকটাই নীরবে যোগ দেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক এই দলটিতে। সোমবার (২০ অক্টোবর) জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎসের বিশেষ আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় জার্মান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সেই সাক্ষাতে ছিলেন গোলাম মসিহ। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে গোলাম মসিহ বলেন, ‘‘আমি তিন মাস হয়ে যাবে, যোগ দিয়েছি ইসলামী আন্দোলনে। ঘরোয়া পরিবেশে যোগ দিয়েছি। দলের অন্য নেতারা ছিলেন। ৩০ বছর তো হয়েছে রাজনীতি করছি, অনেক কিছু দেখেছি, এবার দেখি কী হয়।’’ সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ মনে করেন, ইসলামী আন্দোলন ঠিক সমাধান দিতে পারে কিনা, এমন...