অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশ ও ভারত দুই বাংলায় সমানভাবে আলোচিত নাম। ঢাকার মেয়ে হয়েও টানা এক যুগেরও বেশি সময় ধরে কলকাতার সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করছেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার ও কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা। কেন ঢালিউডে তাকে তুলনামূলক কম দেখা যায়—এই প্রশ্নের জবাবে জয়া বলেন, “তখন বাংলাদেশে আমি মনভরা কাজ পাচ্ছিলাম না। সেই কষ্টের জায়গা থেকে, আর শিল্পের প্রতি আমার টান থেকেই কলকাতায় গিয়েছি। অভিনয় ছাড়া তো আমি কিছুই করিনি বা পারি না—অভিনয় করতেই হতো আমাকে।” তবে দেশের চলচ্চিত্র অঙ্গনে টিকে থাকা যে সহজ নয়, সেটাও অকপটে স্বীকার করেছেন তিনি। জয়ার ভাষায়, “যে পরিচালকদের জন্য আমি সবসময় হাজির থেকেছি, তারা আমাকে প্রপারলি ব্যবহার করেননি। বাংলাদেশে একটা সমস্যা আছে—পরিচালকের হয় বান্ধবী থাকে, না...