পুত্র সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। দীপাবলির আগেই নতুন সদস্য এসেছে পরিণীতি ও রাঘব চড্ডার সংসারে। সুখবর নিজেরাই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁরা। খবর প্রকাশ্যে আসতেই তারকাদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বহু তারকা। এ বার সদ্যজাতের জন্য শুভেচ্ছাবার্তা এল সুদূর নিউ ইয়র্ক থেকে। খালা প্রিয়াঙ্কা চোপড়া কী লিখলেন পরিণীতির পুত্রের জন্য? রোববার সমাজমাধ্যমে তারকাদম্পতি পুত্রসন্তানের কথা জানিয়ে লিখেছিলেন, অবশেষে সে এসে গিয়েছে। আমাদের পুত্রসন্তান। এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটা আমরা মনেই করতে পারছি না। আমাদের কোল পূর্ণ হল। মন আরো পরিপূর্ণ হল। আগে আমরা পরস্পরের জন্য ছিলাম। এখন আমাদের দু’জনের কাছেই সব আছে। এই পোস্ট সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে অভিনেত্রী পরিণীতি, রাঘব ও পরিণীতির বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাঘব চড্ডার সঙ্গে বিয়ে...