ঋষভ শেঠির কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপটার ১’ বক্স অফিসে এখনো ঝড় তুলছে। মুক্তির দুই সপ্তাহ পরও ছবিটির দাপট কিছুটা কমলেও আয় দাঁড়িয়েছে বিশাল অঙ্কে। শিল্পবিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৮তম দিনে গতকাল রোববার ছবিটি ভারতে আয় করেছে ১৭ কোটি রুপির বেশি। এর মধ্যেই ছুঁয়ে ফেলেছে ৫০০ কোটির মাইলফলক। খবর ইন্ডিয়া টুডের ‘কানতারা: চ্যাপটার ১’ আসলে জনপ্রিয় ‘কানতারা’ সিনেমার প্রিকুয়েল। আগের ছবিটির অনন্য সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, আর ঋষভ শেঠি যেন সেই প্রত্যাশারও ঊর্ধ্বে চলে গেছেন। ছবিটি ইতিহাস, মিথ ও লোকজ বিশ্বাসের মেলবন্ধনে গড়ে ওঠা এক শক্তিশালী পিরিয়ড অ্যাকশন ড্রামা, যেখানে ঋষভ আবারও তাঁর পরিচালনা ও অভিনয়-দক্ষতার পরিচয় দিয়েছেন। মাত্র ১৮ দিনেই কন্নড় সিনেমাটি পৌঁছে গেছে সেই ৫০০ কোটি রুপি আয়ের অভিজাত তালিকায়, যেখানে আগে জায়গা পেয়েছিল ‘বাহুবলী...