তথ্যপ্রযুক্তির অগ্রগতির সুবাদে ট্রেন, বাস, লঞ্চ কিংবা বিমানের টিকেট কেনার জন্য আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয় না। একটি স্মার্টফোন বা কম্পিউটার থাকলেই ঘরে বসে সহজেই টিকেট কাটা সম্ভব। এই প্রতিবেদনে সংশ্লিষ্ট ওয়েবসাইট অবলম্বনে লঞ্চ, ট্রেন বাস ও বিমানের টিকেট অনলাইনে কেনার প্রক্রিয়া আলোচনা করা হল। বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকেট কেনার জন্য দুটি সুবিধাজনক মাধ্যম প্রদান করে: ‘রেল সেবা’ অ্যাপ এবং বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট। নিচে দুই মাধ্যমের ধাপগুলো দেওয়া হল: অ্যাপ ডাউনলোড:গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Rail Sheba’ সার্চ করে অ্যাপটি ডাউনলোড করুন। রেজিস্ট্রেইশন:অ্যাপে ‘সাইন আপ’ অপশনে ক্লিক করে নাম, ইমেইল, ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেইশন করুন। ইমেইল ভেরিফিকেশন:রেজিস্ট্রেশনের পর ইমেইলে পাঠানো ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট সচল করুন। প্রোফাইল সম্পূর্ণ করা:জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র বা...