নিজস্ব প্রতিবেদক: সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত জাপান তার প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির অনন্য মিশ্রণে বিশ্বজুড়ে এক ভিন্ন মাত্রার পরিচিতি তৈরি করেছে। চলুন, জেনে নেওয়া যাক জাপান সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য: জাপানকে "সূর্যোদয়ের দেশ" বলা হয়, কারণ এটি বিশ্বের পূর্ব দিকে অবস্থিত—যেখান থেকে সূর্য প্রথম দেখা যায়। যদিও জাপান একটি উন্নত দেশ, তবুও এর ৭০ শতাংশ অঞ্চল পাহাড়ি। উর্বর সমভূমির অভাবে কৃষিকাজ কঠিন। দেশটিতে রয়েছে প্রায় ২০০টি সক্রিয় আগ্নেয়গিরি, যা ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের ঝুঁকি সৃষ্টি করে। ফলে নগরায়ন ও জীবনযাত্রা গড়ে উঠেছে পাহাড় এবং উপকূল ঘিরে। জাপানে অফিসে ঘুমানোকে অলসতা নয়, বরং কর্মব্যস্ততার প্রমাণ হিসেবে দেখা হয়। এই সংস্কৃতির নাম ইনেমুরি, যার অর্থ—"আংশিক ঘুমিয়ে থাকা কিন্তু সচেতন থাকা।" অফিসে কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে তাকে আলস্যের দৃষ্টিতে নয়, বরং পরিশ্রমী...