বাংলাদেশে চালু হলো ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি–এর জনপ্রিয় স্ট্রিমিং সেবা এইচবিও ম্যাক্স। মাসে মাত্র পাঁচ ডলারে দর্শকরা এক প্ল্যাটফর্মে উপভোগ করতে পারবেন বিশ্বজুড়ে জনপ্রিয় সিনেমা, ধারাবাহিক, তথ্যচিত্র ও শিশুদের অনুষ্ঠান। দর্শকরা দেখতে পারবেন এইচবিও ও ম্যাক্স অরিজিনালসের সব কনটেন্ট, ডিসি ইউনিভার্স, ওয়ার্নার ব্রোস, হ্যারি পটার ও ডিসকভারির অনুষ্ঠান। থাকবে পুরস্কারজয়ী ধারাবাহিক, তথ্যভিত্তিক অনুষ্ঠান এবং পরিবারের জন্য উপযোগী সব বিনোদন। জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘গেম অব থ্রোনস’, ‘হাউস অব দ্য ড্রাগন’, ‘দ্য লাস্ট অব আস’, ‘দ্য পেঙ্গুইন’ এবং ‘দ্য পিট’। সিনেমার মধ্যে রয়েছে ‘সুপারম্যান’, ‘আ মাইনক্রাফট মুভি’, ‘হ্যারি পটার’ সিরিজ, ‘দ্য লর্ড অব দ্য রিংস’ এবং ‘দ্য ম্যাট্রিক্স’। শিশুদের জন্য রয়েছে ‘টম অ্যান্ড জেরি’, ‘গামবল’ এবং ‘লুনি টিউনস’। ২৭ অক্টোবর প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘ইট: ডেরিতে স্বাগতম’। এছাড়া আসছে ‘মেগান ২.০’,...