ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিশ্চয়তা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করে, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে। কিন্তু তাদের ভোটাররা পালায়নি, তারা ভোট দেবে কাদের? আমি স্পষ্ট বলছি, যাদের মাধ্যমে তাদের জানমালের নিরাপত্তা পাবে তাদেরকেই ভোট দেবে। হিন্দুরাও তাদের জানমালের নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে।’ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আরও বলেন, ‘৫৪ বছরে যে উন্নয়ন হয়েছে, ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ ক্ষমতায় এলে...