ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আট দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি বৈঠকে। সোমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “ইসির এবার ভোটে ৫ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। আজ বৈঠকে ৮ দিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।” সচিব আরও জানান, ইসির পরিকল্পনা ছিল ভোটের আগে তিন দিন, ভোটের দিন এবং ভোটের পরে মাঠে থাকবেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আসছে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা...