জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র জোবায়েদ হোসেন ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি। সোমবার বাদ জোহর জোবায়েদের জানাজা শেষে জবি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। ডিসি বলেন, “ইনসাফের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা প্রকৃত অপরাধী, আমরা তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনবো।” তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে সব কিছু প্রকাশ করা সম্ভব নয়। “আমরা যাদেরকে সনাক্ত করেছি, তাদের কাছে শুনলে জানবো কারা জড়িত। আমাদের উপর ভরসা রাখুন। আপনারা অর্ধেক তথ্য পেয়েছেন, আমরা পুরো বিষয়টি পেয়েছি। একজন নিরপরাধকে আমরা শাস্তি...