দেশের চলচ্চিত্রাঙ্গনে দীর্ঘ সময় নিবেদিত থাকার পরও কাজের সীমিত সুযোগের কারণে কলকাতা গিয়েছিলেন দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান। কাজের পরিবেশ, পরিচালকের সঙ্গে সম্পর্ক এবং শিল্পের প্রতি প্রতিশ্রুতিই তাকে এই সিদ্ধান্তে পৌঁছে দিয়েছে বলে দেশের এক টেলিভিশন শো'তে মন্তব্য করেছেন অভিনেত্রী। বাংলাদেশে কাজ প্রসঙ্গে জয়ার ভাষ্যে সেটা এমন, ‘যে পরিচালকদের জন্য আমি সব সময় হাজির ছিলাম, তারা আমাকে সঠিকভাবে ব্যবহার করেননি বা করতে পারেননি। বাংলাদেশে একটা সমস্যা, পরিচালকের বান্ধবী না হয় স্ত্রী থাকে। এটা তো আমার পক্ষে সম্ভব নয়; এসবে আমি যাইনি, যাবও না। এতটা নিবেদিত থাকার পরও এসব কারণে আমি কর্নারড হয়েছি, যা কলকাতায় হয়নি।’ কলকাতার অভিজ্ঞতা ভিন্ন। সেখানে তাকে কেন্দ্র করে গল্প তৈরি হয়েছে, ভালো চরিত্র দেওয়া হয়েছে এবং তার প্রতিভাকে স্বীকৃতি মিলেছে। জয়া বলেছেন, ‘বাইরের আর্টিস্ট হওয়ার পরও...