জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, তাদের দল কখনোই কারও ছায়াতলে রাজনীতি করবে না। জনগণের স্বার্থ রক্ষাই তাদের মূল লক্ষ্য। সোমবার দুপুরে জয়পুরহাট জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, আগামী বাংলাদেশে এনসিপি হয়তো জনগণের সমর্থনে সরকার গঠন করবে, নতুবা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নেবে—কিন্তু কখনোই জাতীয় পার্টির মতো ‘পোষা রাজনীতি’ করবে না। দলীয় প্রতীক ‘শাপলা’ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এই প্রতীক ফিরিয়ে দিতেই হবে। যদি তা না দেওয়া হয়, তবে এর আইনি ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আমরা আদালতে এবং রাজপথে লড়ব। জুলাই সনদ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়নি, আর কোনো আইনি ভিত্তিও নেই। সে কারণেই...