পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়গুলোতে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রাইজিংবিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত¬—আরো পড়ুন:জবি শিক্ষার্থী জুবায়েদের প্রথম জানাজা সম্পন্নগাজীপুরে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আটক ৪ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও বংশাল থানা ঘেরাও করেছেন জবি শিক্ষার্থীরা। রবিবার রাতে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রায়সাহেব বাজার ও তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে। পরে তাঁতীবাজার মোড়ে গিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বংশাল থানার সামনে অবস্থান নিয়ে থানাকে ঘেরাও করেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। এর আগে, রাত ৯টার দিকে ঢাকা...