১৯৭৭ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় নান্দনিক নাট্য সম্প্রদায়। নানা চড়াই উৎরাই পার করে দলটি তাদের নাট্যচর্চা চালিয়ে যাচ্ছে মঞ্চে। নান্দনিক স্রোতে গা না ভাসিয়ে ঐতিহাসিক ও রাজনীতি সচেতন বিভিন্ন মঞ্চ নাটক প্রদর্শন করছে। ৪৮ বছর আগে ‘আমার সোনার হরিণ চাই’ নাটক দিয়ে পথচলা শুরু। এরপর ‘রক্তকরবী’, ‘শাস্তি’, ‘নৃপতি’, ‘ক্লিওপেট্রা’, ‘মহাবিদ্রোহ’ ও ‘সম্রাট বাহাদুর শাহ জাফর’সহ বিভিন্ন প্রযোজনা সফল মঞ্চায়ন করেছে। এরমধ্যে দলটি ‘নয়া মানুষ’ নামে সিনেমাও নির্মাণ করেছে। যা নাটকের দল হিসেবে ব্যতিক্রম ঘটনা বটে। প্রতিষ্ঠার ৪৮ বছর পেরিয়ে দলটির বর্তমান প্রধান ও প্রতিষ্ঠাতা সদস্য আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, ‘শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিল দেশ-বিদেশের নান্দনিক নাটক মঞ্চে নিয়ে আসা। ফলে আমাদের প্রোডাকশন সংখ্যা কম কিন্তু গুণগত মানে আমরা কখনোই ছাড় দেয়নি। আমরা যে স্বপ্ন নিয়ে থিয়েটার শুরু...