বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মানুষের পাশে থাকা দল। জনগণকে ছেড়ে পালানোর দল নয়। বিএনপি আপনাদের কাছে ছিল, কাছেই থাকবে। বিএনপি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চায়। সোমবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের মনোহরপুর কালির হাটে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জয়পুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে এবং জয়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ পথসভায় সভাপতিত্ব করেন জয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শওকত আলী মহব্বত। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের রংপুর বিভাগীয় সভাপতি বাবু উত্তম কুমার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত...