এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশে অংশ নিতে এর আগে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের সঙ্গে শহীদ মিনারে উপস্থিত হন এ্যানি। বক্তব্যে তিনি বলেন, “আপনাদের আন্দোলনকে, আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি, মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আমরা আপনাদের নিশ্চিত করতে চাই—আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে আগ্রহী।” বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের নবম দিনে এই সমাবেশ করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগে তারা বাড়ি ভাতা পেতেন এক হাজার টাকা, যা দুই দফায় বাড়িয়ে মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা করা হয়েছে। এ্যানি বলেন, “আমি...