বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের সঠিক যত্ন না নিলে খুব দ্রুতই মুখে, কপালে, গলায় বা পিঠে দাগ-ছোপ পড়ে ত্বক নিষ্প্রাণ হয়ে যেতে পারে। এর ফলে চেহারায় সময়ের আগেই বার্ধক্যের ছাপ দেখা দেয়। ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখতে নিয়মিত যত্নে কোনো আপস করা উচিত নয় বলে মনে করেন রূপ বিশেষজ্ঞরা। নিয়মিত যত্নের রুটিন: ত্বকের প্রাণবন্ততা ধরে রাখতে প্রতিদিন ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চরাইজিংয়ের রুটিন মেনে চলা জরুরি। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে নিশ্চিত করতে হবে যে ত্বক পর্যাপ্ত আর্দ্রতা পাচ্ছে। সোপ ফ্রি ফেসওয়াশ ব্যবহার: ত্বক পরিষ্কার করার জন্য ত্বকের ধরন অনুযায়ী সাবানমুক্ত (সোপ ফ্রি) ফেসওয়াশ ব্যবহার করুন। সাধারণ সাবান ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে ত্বককে শুষ্ক করে দেয়। তাই সঠিক ফেসওয়াশ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। শরীরের খোলা অংশের যত্ন: বাইরে বের হলে...