সোমবার (২০ অক্টোবর) শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষকদের স্লোগানে মুখর হয়ে গোটা শহর। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তারা সরকার ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বলেন, ৫ শতাংশ বাড়িভাড়া কোনো প্রজ্ঞাপন নয়—এটা লাখো শিক্ষকের আত্মসম্মানে আঘাত। তারা বলেন, শিক্ষককে ছোট করে কোনো জাতি বড় হতে পারে না। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৪৫ শতাংশ বাড়ি ভাতা, ১০০ শতাংশ উৎসবভাতা, মাসিক ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদ্রাসা ও ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এখন সময়ের দাবি। বক্তারা আরও বলেন, আমরা আমরণ অনশনের জন্য...