এর আগে রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তারা লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ তুলেছেন। সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একটা ছাত্রসংগঠন বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অর্থ নিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। এসময় তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, যে প্রশাসন আবাসিক হলে সিট বরাদ্দে ন্যায্যতা নিশ্চিত করতে পারে না, তারা কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে? নাঈম সরকার আরও বলেন, সবার আগে প্রশাসনকে ক্যাম্পাসে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সেমিস্টার চলাকালে ছাত্রসংসদ নির্বাচনের দাবি তোলেন তিনি।স্মার্ট ও সুরক্ষিত ক্যাম্পাস সনদ-২০২৫ প্রণয়ন, প্রশাসন ও শিক্ষক সমাজ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ৫ আগস্ট পরবর্তী উত্থাপিত ছাত্রদলের সকল দাবি বাস্তবায়ন, সহাবস্থানমূলক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ,...