যুদ্ধবিরতি চুক্তির মধ্যে গাজায় একটি মিডিয়া সম্প্রচার গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলায় এক শিশু এবং একজন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। ইসরায়েলের এই হামলায় শান্তি চুক্তি অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। যুদ্ধে ইসরায়েলের বর্বরতা এবং বেসামরিক নারী ও শিশুদের উপর হামলার ঘটনা সবসময়ই আলোচিত ছিল। তাছাড়াও, শুরু থেকেই সংবাদকর্মীরা মারাত্মক ঝুঁকির মাঝেও গাজার সংবাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা কমপক্ষে ২৭৩ জনে দাঁড়িয়েছে। গত ১৯ অক্টোবর রবিবার মধ্য গাজার একটি আবাসিক এলাকায় বিমান হামলা করে ইসরায়েল। সেখানে আন্তর্জাতিক সংবাদ চ্যানেলগুলোকে পরিষেবা দেওয়া একটি ফিলিস্তিনি মিডিয়া প্রোডাকশন কোম্পানির কর্মীরা থাকতেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় কোম্পানির একজন প্রকৌশলী এবং একটি শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে সম্প্রচার...