‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছে গেল বছর। মুক্তির আগে থেকে আলোচিত ছবিটি দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত ছবিটি হিট না হলেও দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা অর্জন করেছে। চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের ‘রটারডাম চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে সংগীতনির্ভর এই সিনেমা। তবে কোনও টেলিভিশনের পর্দায় এখনও দেখা যায়নি সিনেমাটি। দর্শকদের জন্য এবার সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। ছবিটির টিভি স্বত্ব কিনে নিয়েছে চ্যানেলটি। সম্প্রতি মাছরাঙা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ক চুক্তি সম্পন্ন করেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। সামনে কোনও একটি উৎসবকে কেন্দ্র করে টিভিতে...