নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর বুকে ঘুমিয়ে থাকা এক সুবিশাল প্রাকৃতিক দৈত্য হলো ইয়েলোস্টোন সুপারভলক্যানো, যা যেকোনো মুহূর্তে জেগে উঠে সমগ্র মানবসভ্যতাকে বিলুপ্ত করে দিতে পারে। যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের গভীরে অবস্থিত এই আগ্নেয়গিরিটি, অন্য সাধারণ আগ্নেয়গিরির তুলনায় ১০০০ গুণ বেশি শক্তিশালী। এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক প্রাকৃতিক ঘুমন্ত দৈত্য হিসেবে পরিচিত। ইয়েলোস্টোনে কোনো বিশাল পর্বতের মতো গঠন নেই, বরং এটি একটি বিশাল ক্যালডেরা বা গর্তের মতো, যার ব্যাস প্রায় ৭০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বাইরে থেকে দেখতে জায়গাটি সবুজে ঢাকা বনভূমির মতো মনে হয়, যেখানে গাছপালা, রদ আর গিজারে ভরা এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক মহাবিপর্যয়ের শঙ্কা।ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদন অনুসারে, একটি সুপারভলক্যানোর শক্তি এতটাই বেশি যে তা কয়েক হাজার কিলোমিটার জুড়ে ছাই, গ্যাস এবং...