বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ভারতীয় সমর্থনের ওপর নির্ভর করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আর কখনোই দেশের ক্ষমতায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। তিনি জোর দিয়ে মন্তব্য করেছেন, "আল্লাহর কসম, এমন কোনো শক্তি নেই, যা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে পারবে।" রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত 'পবিত্র কোরআন অবমাননা ও জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র' শীর্ষক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি দেশে গণহত্যা চালাবেন, গণতন্ত্র ধ্বংস করবেন। ভারতীয় সমর্থনের ওপর নির্ভর করে রাজনীতি করবেন। আবার দেশে আসতে চাইবেন, তা হবে না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ এখন ভারতের হাতের 'ক্রীড়নক' (খেলনা) হয়ে পড়েছে এবং বাংলাদেশের মানুষের স্বার্থ নয়, বরং পার্শ্ববর্তী দেশের স্বার্থ...