চিত্রনায়ক অনন্ত জলিলের মুখে মাস পাঁচেক আগে এক অনুষ্ঠানে কেক তুলে দেওয়ায় আলোচনায় আসেন নাজমি জান্নাত নামের এক তরুণী, যিনি পেশায় একজন মডেল। উপস্থাপনা ও ফ্যাশন ডিজাইনার হিসাবেও নজর কাড়েছেন তিনি। এরপর থেকে তার ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনমনে তৈরি হয়েছে কৌতূহল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাজমি জানালেন, শীতে বিয়ে করার বিশেষ ইচ্ছা তার, কারণ শীতে মেকআপ গলে না, গরম লাগে না এবং সাজসজ্জায় এক ধরনের আলাদা আমেজ থাকে। তিনি স্পষ্ট করে বললেন, আমি শুধু বিয়ে করে যাব, সংসার করব না। নিজের পছন্দের পাত্র নিয়ে নাজমি বলেন, আমার একজন ভালো ছেলের প্রয়োজন। সেটা দেশের হোক বা দেশের বাইরের, এমনকি পৃথিবীর বাইরের এলিয়েনই হোক তাতেও কোনো সমস্যা নেই। পাইলট ও মেরিন ইঞ্জিনিয়ারদের তিনি বেশি পছন্দ করেন, কারণ তাদের ভদ্রতা ও...