রান্নাঘরের একটি অপরিহার্য অংশ হলো গ্যাসের সিলিন্ডার। এটি আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তুললেও, এর সামান্য অসাবধানতা ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। দীর্ঘ দিন ব্যবহারের ফলে গ্যাসের সিলিন্ডার বা পাইপ অনেক সময়ে লিক করতে পারে। কিন্তু বহু মানুষই সেই নীরব বিপদ বুঝতে পারেন না, যার ফলে অজান্তেই বড় দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। আপনার ও আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস লিকের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণকে কখনোই অবহেলা করা উচিত নয়। গ্যাস লিক করছে কি না, তা বোঝার জন্য পাঁচটি জরুরি লক্ষণ নিচে তুলে ধরা হলো, যা আপনাকে দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করবে। গ্যাস লিক করছে কি না, তা বোঝার সবচেয়ে সহজ ও প্রাথমিক উপায় হলো গন্ধ। সাধারণত রান্নার গ্যাসের (LPG) নিজস্ব কোনো গন্ধ নেই। তবে সিলিন্ডারের গ্যাসকে শনাক্তযোগ্য করার জন্য এর...