২০ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পিএম ছবি শুধু কাগজে ছাপা কিছু রঙ নয়—এগুলো আমাদের স্মৃতির অমূল্য সম্পদ। পুরনো ছবিগুলো পরিবারের ইতিহাস, প্রিয়জনের মুখ কিংবা জীবনের বিশেষ মুহূর্ত ধরে রাখে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ছবিগুলো বিবর্ণ হয়ে যায়, কাগজ নরম হয়ে ছিঁড়ে যেতে পারে কিংবা আর্দ্রতায় নষ্ট হয়। তাই পুরাতন ছবিগুলো সংরক্ষণ করা একধরনের যত্নের কাজ। নিচে কিছু ঘরোয়া পদ্ধতি দেওয়া হলো যা অনুসরণ করলে পুরনো ছবিগুলো অনেক বছর ভালো রাখা সম্ভব। ছবি সংরক্ষণের সবচেয়ে বড় শত্রু হলো আর্দ্রতা ও সরাসরি সূর্যের আলো। আলোর প্রভাবে ছবির রঙ ফিকে হয়ে যায় এবং আর্দ্রতায় ছত্রাক জন্মাতে পারে। তাই ছবিগুলো এমন জায়গায় রাখুন যেখানে আলো ও আর্দ্রতা কম, যেমন—ড্রয়ার বা আলমারির ভেতর। অনেকেই সাধারণ অ্যালবামে ছবি রাখেন,...