অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং সেবা ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস’-এর ত্রুটির কারণে বিশ্বজুড়ে জনপ্রিয় বেশ কিছু অ্যাপ ও ওয়েবসাইট অচল হয়ে পড়ে। এতে স্ন্যাপচ্যাট, ডুয়োলিংগো, রোবলক্সসহ একাধিক ব্যাংকিং অ্যাপ ও অনলাইন সেবা ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। বিবিসি জানিয়েছে, আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকেই এসব প্ল্যাটফর্মে প্রবেশে ব্যবহারকারীদের বিপুল পরিমাণ অভিযোগ জমা পড়তে থাকে বলে জানিয়েছে ওয়েবসাইট মনিটরিং প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর (এডব্লিউএস)। প্রাথমিকভাবে ঠিক কত সময়ের জন্য এই বিপর্যয় স্থায়ী হবে, তা নিশ্চিত করেনি অ্যামাজন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমরা যুক্তরাষ্ট্রের ইস্ট-১ অঞ্চলে একাধিক সেবায় ত্রুটি ও বিলম্ব লক্ষ্য করছি। বিষয়টি দ্রুত সমাধানে আমাদের টিম কাজ করছে। ত্রুটি মূলত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে অবস্থিত সার্ভারগুলোতে দেখা দেয়। এডব্লিউএস হলো বিশ্বের অন্যতম বৃহৎ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, যা হাজারো...