জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেন খুনের ১৮ ঘণ্টা পরও কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি 'প্রেমঘটিত কারণে' সংগঠিত হত্যাকাণ্ড। গতকাল রোববার রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে পরিসংখ্যান বিভাগের এই শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত জানিয়েছেন, তারা রোববার দিবাগত রাত ১২টা থেকেই মামলা দায়েরের চেষ্টা করছেন। তবে আজ সোমবার বেলা ১১টা নাগাদও মামলা করতে পারেননি। তিনি বলেন, "আমরা ছাত্রীসহ ছয়জনের নামে মামলা দিতে চেয়েছি। কিন্তু বংশাল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এতজনের নামে মামলা না দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, এতজনের নামে মামলা দিলে হালকা হয়ে যাবে।" তবে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, "মামলা নিতে আমরা প্রস্তুত।...