‘উদ্ভাবনকে স্বীকৃতি, রূপান্তরকে অনুপ্রেরণা’ প্রতিপাদ্যে দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৮ অক্টোবর) ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শীর্ষ উদ্ভাবকদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজ টোকেন তুলে দেন অতিথিরা।প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। আমরা প্রায়ই নিজেদেরকে হীনভাবে দেখি এবং পশ্চিমা সংস্কৃতির প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি। অথচ আমাদের তরুণ প্রজন্মের মধ্যেই রয়েছে অসীম সম্ভাবনা – তাদের উদ্ভাবনী শক্তিই পারে বাংলাদেশকে বিশ্বের প্রযুক্তি মানচিত্রে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে।’বিশেষ অতিথি শীষ হায়দার চৌধুরী বলেন, ‘আমরা চাই এমন প্রোগ্রামের মাধ্যমে কিছু ইনোভেটিভ প্রজেক্ট বেরিয়ে আসুক, যেগুলোতে আইসিটি ডিভিশন বিনিয়োগ করতে আগ্রহী হবে। ইতোমধ্যেই আইসিটি ডিভিশনের অনেক চলমান প্রকল্প...