ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী গেল মাসে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় গুঞ্জন, বাপ্পী নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন! এমন আলোচনা নিয়ে মুখ খুললেন তিনি নিজেই। এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়েছেন, দেশ ছেড়ে পালিয়ে যাননি, যুক্তরাষ্ট্র সফরের কারণ জানালেন বাপ্পী। বাপ্পী বলেন, আমি নিজেও অনেক জায়গায় দেখেছি খবর এসেছে যে- বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়। এই অভিনেতা বলেন, বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। বরং হোমসিক মানুষ আমি, পরিবার ছাড়া থাকতে পারি না। আমি সবাইকে এটাই বলতে চাই, আমি পালিয়ে যাইনি। এদিকে ‘কাজ না থাকায় দেশ ছেড়েছেন’, এমন মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই তারকা। তিনি বলেন, অনেকে বলছেন- বাপ্পীর সিনেমায় কাজ নেই। এ জন্য বিদেশে...