তবে নতুন করে বিয়ের বিষয়ে এখনই কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নন এ কনটেন্ট ক্রিয়েটর। তার ভাষায়, ‘আমি এখনো কাউকে বিয়ের আশ্বাস দিইনি। বিষয়টি শুধু আমার একার সিদ্ধান্ত নয়; পরিবারের সঙ্গে আলোচনা করেই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’হিরো আলম আরও বলেন, ‘আমি বিয়ে করতে চাই, তবে তা হুটহাট কোনো আবেগে নয়। ভেবেচিন্তে, স্থিরভাবে এবারের বিয়েটা করব। আমি চাই আমার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ, ভালো একটি পরিবার। তাই এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি ভালো মনের অধিকারী এবং বাস্তবতা বুঝে সম্পর্ককে এগিয়ে নিতে পারবেন।’বর্তমানে নিজের পারিবারিক বিষয় ও কনটেন্ট নির্মাণ নিয়েই সময় কাটাচ্ছেন হিরো আলম। তবে নতুন করে প্রেম কিংবা বিয়ের খবর ছড়িয়ে পড়ায় তার ভক্তদের মধ্যে আগ্রহ আরও বেড়ে গেছে। হিরো আলম আরও বলেন, ‘আমি বিয়ে করতে চাই, তবে তা হুটহাট কোনো আবেগে নয়।...