গিয়ান-বারে সিনড্রোম, সংক্ষেপে জিবিএস, একটা বিরল কিন্তু বিপজ্জনক রোগ। অনেকেই এই রোগের নাম শোনেননি, কিন্তু একে অবহেলা করলে সেটি পক্ষাঘাত (প্যারালাইসিস) পর্যন্ত নিয়ে যেতে পারে।এই রোগে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা (ইমিউন সিস্টেম) ভুল করে স্নায়ুতন্ত্রকে (nerves) আক্রমণ করে। ফলে ধীরে ধীরে শরীরের পেশিগুলো দুর্বল হয়ে যেতে থাকে। কেউ কেউ হাঁটতে পারেন না, খাবার গিলতে পারেন না, এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হয়।সাধারণত কাদের হয়?বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে :- ৩০-৩৫ বছর বয়সীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়বড়দের আচরণে ক্ষতি হয় শিশুর- পুরুষদের আক্রান্ত হওয়ার ঝুঁকি নারীদের তুলনায় একটু বেশি- যে কোনো বয়সেই এই রোগ হতে পারেজিবিএসের লক্ষণশুরুর দিকে লক্ষণগুলো হালকা হয়, তাই বোঝা মুশকিল। তবে কিছু লক্ষণ আছে যেগুলো নজরে রাখলে বোঝা যেতে পারে :- প্রথমে পায়ের পাতা, আঙুল বা গোড়ালিতে...