
রাজধানীর তিন থানার পৃথক মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীসহ নতুন মামলায় চারজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তাদের গ্রেফতার দেখান। অপর আসামিরা হলে- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু ও ২৮ নম্বর ওয়ার্ড কমিশনার মো. ফোরকান হোসেন। আদালত সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর বিএনপি কর্মী মাহফুজ হোসেন শ্রাবণ হত্যা মামলায় নাসির উদ্দিনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মিরপুর থানার পরিদর্শক সাজ্জাদ রোমেন। ১৯ অক্টোবর বাড্ডা থানার দুর্জয় আহমেদ হত্যাচেষ্টা মামলায় নাসির উদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া খান। ১৩ অক্টোবর গোলাম কিবরিয়া ও ফোরকানকে শেরে বাংলা নগর থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার...