“এটা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দেশের বিচারব্যবস্থা ও আইন কর্মকর্তাদের উপর আমাদের ভরসা আছে। প্রকৃত আসামিদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।” সোমবার (২০ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজের পূর্বে এসব কথা বলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসিরুদ্দিন নাসির। তিনি বলেন, “আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এই মাসের ৩ তারিখেও জবির আরেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। গণঅভ্যুত্থান ৫ আগস্টের পরে এখন পর্যন্ত ছাত্রদলের চারজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।” জুবায়েদের বাবা মো. মোবারক হোসেন বলেন, “আমি আমার ছেলেকে দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বড় কিছু হবে বলে। কিন্তু আজকে আমার ছেলে লাশ হয়ে ফিরে এলো। আমি এখনো বেঁচে আছি। সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই। আমার বয়স ৫৮ বছর। জীবন যৌবনের ফসল হারালাম। আমি প্রকৃত খুনির...