উপমহাদেশের প্রখ্যাত সংগীতকার, বাংলা সাহিত্যের পঞ্চকবির অন্যতম, ভক্তি, প্রেম ও দেশপ্রেমের গীতিকবি অতুল প্রসাদ সেনের ১৫৫তম জন্মদিন সোমবার (২০ অক্টোবর)। এ উপলক্ষে সংগীতানুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় “আপন কাজে অচল হলে চলবে না রে চলবে না” শীর্ষক সংগীতানুষ্ঠানটি আয়োজিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আওতাধীন ৯টি সদস্য সংগঠনের শিল্পীবৃন্দ এতে অতুল প্রসাদ সেন রচিত সংগীত পরিবেশন করবেন। এসব সংগঠনের...