২০ অক্টোবর ২০২৫, ০২:১৭ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম রাজধানীর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও তার ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন বাবা-ছেলেকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক। শিশুদের খেলাধুলার সুযোগ দিতে বিকেলে রাস্তা বন্ধ রাখবে মিরপুর ডিওএইচএস কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা গৌরনদীতে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ শেরপুরে স্কুলের পরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ রাজনীতিকদের মাঝে যে অনৈক্য, তা অত্যন্ত হতাশাজনক...