সোমবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা কলেজের আবাসিক হল পাড়া পদক্ষিণ করে বকুল চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ঢাকা কলেজ ছাত্র দলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী টিউশন করাতে গিয়ে কতিপয় উগ্র সন্ত্রাসী কর্তৃক হত্যার শিকার হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেই লাশ দীর্ঘক্ষণ সিরিতে পরেছিল,পরবর্তীতে যখন জবি ও ঢাবি শিক্ষার্থীসহ সারা বাংলাদেশের ছাত্রদল রাজপথে প্রতিবাদ জানায় তখন পুলিশ সেখানে গিয়ে সেই লাশ উদ্ধার করে। তিনি আরও বলেন, আমরা এর আগেও দেখেছি ঢাবি শিক্ষার্থী সাম্য ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার শিকার হয়েছে। আমরা বুঝতে পেরেছি আইন আদালত যখন ভঙ্গুর অবস্থায় থাকে এবং রাষ্ট্র যখন সঠিক নিয়মে চলে না...