সোমবার (২০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাষ্কর্যেের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নতুন প্রসাশনিক ভবন, পুরাতন কলা ভবন, বিজ্ঞান ভবন হয়ে 'চির উন্নত মম শির' স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়। এসময় ছাত্রদলের নেতারা "আমার ভাই মরল কেনো, প্রশাসন জবাব চাই"; "আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে"; "আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না"; "জুবায়েদ হত্যার বিচার চাই"; "লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই"; "রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়"; " ছাত্রদলের একশন, ডাইরেক্ট একশন"; "আন্দোলনের দাবানল জাতীয়তাবাদী ছাত্রদল" ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, আমরা পাঁচ আগস্ট পরবর্তী একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আমরা দেখছি একের পর এক ছাত্রদলের নেতা-কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। জুবায়েদ শুধুমাত্র ছাত্রদল নেতা ছিলেন না, তিনি...