ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালীসাধনা করতেন। কথিত আছে, রানি রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানিকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারই ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। ১৮৫৭-৫৮ সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তাঁর সাধনক্ষেত্ররূপে বেছে নেন। দেখতে দেখতে আমরা ডানলপ মোড়ে এসে পৌঁছালাম। সেখান থেকে ডান দিকে যাওয়া শুরু করলো আমাদের গাড়ি। কিছুদূর যাবার পর গাড়ি থামিয়ে দিল পুলিশ। কারণ সোজা আর যাওয়া যাবে না। রাস্তায় কাজ চলছে। অগত্যা আমাদের উল্টো পথে হাঁটা শুরু করতে হলো গাড়ি রেখে। রাস্তার অবস্থা খুব খারাপ! ময়লা আবর্জনা ফেলা। আমি মনে মনে ভাবছিলাম আমাদের দেশের রাস্তা এতো খারাপ না, অন্তত কোন দর্শনীয় স্থানের।...