সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে করণীয় শীর্ষক মতবিনিময়সভায় এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নতুন ছাত্র-ছাত্রীদের কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে এই শিক্ষাই দেবেন যে, আগামী দিনের বিএনপি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে।তিনি আরো বলেন, ‘আগামীতে আমরা এমন শিক্ষাব্যবস্থা চালু করতে চাই, যে শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি পরিচালিত হবে। আগামী দিনে নতুন নেতৃত্ব গড়ে উঠবে। বিএনপি এমন শিক্ষানীতিতে বিশ্বাস করে।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—...