দক্ষিণী সিনেমার সীমানা পেরিয়ে বলিউডে এক নতুন অধ্যায় লিখছেন অ্যাটলি। ‘জওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে তার জুটি এরই মধ্যে গড়েছে ইতিহাস। এবার তিনি ফিরেছেন আরও বড় চমক নিয়ে। আলো-ঝলমলে সেটে ধরা পড়েছে এক অনন্য যুগলবন্দি ববি দেওল ও রণবীর সিং। দুই প্রজন্ম ও দুই শক্তির বিস্ফোরণে অ্যাটলির ক্যামেরায় গড়ে উঠেছে এক সিনেমাটিক মহাযুদ্ধ।সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যাটলির পরিচালনায় নির্মিত এক বিজ্ঞাপন। যেটি পূর্ণদৈর্ঘ্যের কোনো সিনেমা নয়, আবার সিনেমার চেয়ে কমও কিছু নয়। ১৫০ কোটি রুপিতে প্রথমবারের মতো অ্যাটলি নির্মাণ করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য বিজ্ঞাপন ফিল্ম। সিনেমাটিক সেই বিজ্ঞাপনে একসঙ্গে নজরে আসেন ববি দেওল ও রণবীর সিং। আর তাদের সঙ্গে ছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা।প্রকাশিত বিজ্ঞাপনটি এমনভাবে সাজানো হয়েছে, যেন কোনো এক সিনেমার গল্প। প্রায় ৮ মিনিট দৈর্ঘ্যের ‘চিংস দেশি চাইনিজ’ ব্র্যান্ডের বিজ্ঞাপন ভিডিওতে...